শীর্ষস্থান থাকলেও বাজার হিস্যা কমেছে স্পটিফাইয়ের

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী গত কয়েক বছর ধরেই বিজয়রথ সচল রয়েছে স্পটিফাইয়ের। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, মিউজিক স্ট্রিমিংয়ে বিশ্বে শীর্ষস্থান অক্ষুণ্ন থাকলেও স্পটিফাইয়ের বাজার হিস্যা কমেছে। খবর টেক ক্রাঞ্চ।

মিডিয়া নামে বিনোদন গবেষণা প্লাটফর্মের নতুন এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ স্পটিফাইয়ের বৈশ্বিক সাবস্ক্রাইবারের সংখ্যা ৫২ কোটি ৩৯ লাখে দাঁড়িয়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১০ কোটি ৯৫ লাখ বেড়েছে।

সর্বোচ্চ সাবস্ক্রিপশন পাওয়া স্ট্রিমিং সার্ভিস হলেও গত কয়েক বছরে বাজার হিস্যা কমেছে স্পটিফাইয়ের। মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত বছর স্পটিফাইয়ের বাজার হিস্যা দাঁড়িয়েছে ৩১ শতাংশ। ২০২০ ২০১৯ সালে যেখানে বাজার হিস্যা ছিল ৩৩ ৩৪ শতাংশ।

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ সর্বোচ্চ সাবস্ক্রাইবার পেয়েছে স্পটিফাই। তবে স্পটিফাইয়ের গ্রাহক প্রবৃদ্ধি যেখানে ২০ শতাংশ ছিল সেখানে অ্যামাজন মিউজিকের ছিল ২৫ শতাংশ। এছাড়া ইউটিউব মিউজিকেরও প্রবৃদ্ধি হয়েছে ৫০ শতাংশের বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন