ভারতে রাবারের দাম কিছুটা বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ভারতের বাজারে রাবারের দাম আবার কিছুটা বেড়েছে। গতকাল বাজার পরিস্থিতি স্থির থাকলেও কিছু ডিলার কাঁচামাল সংগ্রহ করা শুরু করলে তা উন্নতির দিকে যায়। তবে সময় দামের তীব্র বৃদ্ধি দেখা যায়নি। রাবারের উচ্চমূল্য মোকাবেলায় পণ্যটির প্রধান ভোক্তা শিল্পগুলো বাজার এড়িয়ে গেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এক ডিলার বলেন, উৎপাদনকারীদের রক্ষার স্বার্থে শিল্প জায়ান্টদের উচিত পণ্যটির ক্রয় অব্যাহত রাখা। বর্তমানে পণ্যটির দাম প্রতি কেজিতে সাম্প্রতিক রেকর্ড দামের চেয়ে ৩৫ রুপি কম দরে চলছে। রাবার উৎপাদনকারীরা তাদের সর্বোচ্চ উৎপাদন মৌসুমের শেষ পর্যায়ে আছেন। বর্তমানে আরএসএস- গ্রেডের রাবারের দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ১৬২ রুপি। রাবার বোর্ডের নির্ধারিত দাম অনুসারে পরিমাণ বেড়েছে।

ভবিষ্যৎ সরবরাহ মূল্যের ক্ষেত্রে জানুয়ারিতে সরবরাহের জন্য রাবারের দাম দশমিক ৪২ শতাংশ কমেছে। বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুসারে লটের একটি ভলিউমসহ পণ্যটির প্রতি কেজি দাম ছিল ১৬৪ রুপি ৬৯ পয়সা। সময় ব্যাংককের বাজারে আরএসএস- গ্রেডের দাম বেড়ে প্রতি কেজিতে দাঁড়িয়েছে ১৪৮ রুপি ৬৭ পয়সা। অন্যদিকে কুয়ালালামপুরে এসএমআর-২০ গ্রেডের দাম কিছুটা কমে প্রতি কেজিতে দাঁড়িয়েছে ১৩৪ রুপি ৭৬ পয়সা, লেটেক্স গ্রেডের দাম প্রতি কেজিতে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ রুপি ৪০ পয়সা।

মে মাসে সরবরাহের জন্য সাংহাই ফিউচার এক্সচেঞ্জে বাণিজ্য হওয়া লাখ ৮৮ হাজার ৬৯৯টি লটে প্রাকৃতিক রাবারের দাম দশমিক শতাংশ কমেছে। সময় প্রতি কেজি রাবারের দাম ছিল ১৭৫ রুপি ৩৩ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন