যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে চীন

বণিক বার্তা ডেস্ক

গত বছর যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির পরিমাণ বাড়িয়েছে চীন। একই সময়ে ব্রাজিল থেকে পণ্যটির আমদানি কমেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল কোটি ২৩ লাখ টন, যা এর আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি, ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল কোটি ৫৯ লাখ টন। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যে এটি দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।

একই সময়ে ব্রাজিল থেকে সয়াবিন আমদানির পরিমাণ কমে এর পরিমাণ দাঁড়িয়েছে কোটি ৮২ লাখ টন, যা এর আগের বছরের তুলনায় দশমিক শতাংশ কম। ২০২০ সালে ব্রাজিল থেকে আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল কোটি ৪৩ লাখ টন।

ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি অনুসারে ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের কৃষিপণ্য আমদানি বাড়ানোর জন্য সম্মত হয় চীন।

২০২১ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র থেকে কোটি ১৬ লাখ টন সয়াবিন আমদানি করে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৩ শতাংশ বেশি। বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল কোটি ৭৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় কোটি ৬৬ লাখ টন কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন