নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন পেল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক

কোম্পানির নাম পরিবর্তনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠানটির নতুন নাম হবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগামীকাল থেকে নতুন নামে শেয়ার লেনদেন শুরু করবে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৩ টাকা ৩৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০০ টাকা ৩৮ পয়সায়। পুনর্মূল্যায়নসহ যা ৩০৩ টাকা ৭৯ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা-পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন