কারণ ছাড়াই বাড়ছে ফরচুন সুজের শেয়ারদর ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে তথ্য জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৩০ ডিসেম্বরের পর থেকে কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। ওইদিন শেয়ারটির সমাপনী দর ছিল ৯২ টাকা ১০ পয়সা, যা বাড়তে বাড়তে গতকাল ১২৯ টাকা ৩০ পয়সায় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, ২৯ ডিসেম্বর কোম্পানিটির ১৫ লাখ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন হয়। ১২ জানুয়ারি সেটি বেড়ে সর্বোচ্চ ৮২ লাখ ৬২ হাজার ৪৮১টিতে দাঁড়ায়। সর্বশেষ গতকাল একদিনে কোম্পানিটির ৩১ লাখ ১৩ হাজার ৪৮৮টি শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফরচুন সুজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫২ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফরচুন সুজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন