কারণ ছাড়াই বাড়ছে প্রাণ-আরএফএলের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাণ-আরএফএলের কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) রংপুর ফাউন্ড্রি লিমিটেডের শেয়ার লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটি। ডিএসইর এক চিঠির জবাবে তথ্য জানানো হয়।

এএমসিএল-প্রাণ: গত জানুয়ারি কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ২৬৫ টাকা ৬০ পয়সা। গতকাল যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৭০ পয়সায়। একইভাবে গত জানুয়ারি কোম্পানিটির ৭২ হাজার ২৬৫টি শেয়ার লেনদেন হয়, যা বেড়ে ১৩ জানুয়ারি লাখ ৩৬ হাজার ৬৭৩টিতে দাঁড়ায়। সর্বশেষ গতকাল কোম্পানিটির লাখ ৭৭ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন হয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এএমসিএল-প্রাণের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৯৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৩৩ পয়সায়।

রংপুর ফাউন্ড্রি: গত জানুয়ারি কোম্পানিটির সমাপনী শেয়ারদর ছিল ১৪৫ টাকা ৮০ পয়সা। গতকাল শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ২২৫ টাকা ২০ পয়সায়। অন্যদিকে জানুয়ারির পর থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। ওই দিন কোম্পানিটির ১৮ হাজার ১০৮টি শেয়ার লেনদেন হয়। ১৩ জানুয়ারি লেনদেন সর্বোচ্চ লাখ ৭৯ হাজার ৬০০টিতে পৌঁছায়। সর্বশেষ গতকাল কোম্পানিটির লাখ হাজার ৯৩৩টি শেয়ার লেনদেন হয়েছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রংপুর ফাউন্ডির ইপিএস হয়েছে টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ২৫ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন