পেনিনসুলার ২৫ লাখ শেয়ার কিনবে সায়মন বিচ রিসোর্ট

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে সায়মন বিচ রিসোর্ট লিমিটেড। ভ্রমণ অবকাশ খাতের কোম্পানিটির ২৫ লাখ শেয়ার কিনবে তারা। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কেনা হবে। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার কেনা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব-উর-রহমান। তিনি পেনিনসুলা চিটাগংয়ের চেয়ারম্যান। চট্টগ্রামে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০। এর মধ্যে ৫০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ২৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে বাকি ৩৯ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৯ পয়সায়।

ডিএসইতে গতকাল পেনিনসুলা চিটাগং শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৪৪ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ২০ পয়সা ৪৪ টাকা ৯০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন