পাইলটের ভুলেই বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

বণিক বার্তা ডেস্ক

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি পাইলটের ভুলেই বিধ্বস্ত হয়েছিল। তবে অপ্রত্যাশিত আবহাওয়ার কারণেই পাইলট বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এ ঘটনায় গঠিত তদন্ত দলের দেয়া প্রাথমিক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। খবর এনডিটিভি।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, উপত্যকায় আবহাওয়া পরিস্থিতির অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে হেলিকপ্টারটি মেঘের ভেতরে ঢুকে পড়ে। এসময় পাইলট বিভ্রান্ত হয়ে পড়ায় চপারটি দুর্ঘটনার শিকার হয়।

এ দুর্ঘটনার করণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেয়া হয়েছে। পাশাপাশি তদন্ত দল হেলিকপ্টারটির ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করে দেখেছে।

গত ৮ ডিসেম্বর স্থানীয় সময় বেলা ১২টার দিকে জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী চপার হেলিকপ্টারটি তামিল নাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়। এ ঘটনায় রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ হেলিকপ্টারটির ১৪ জন আরোহীর ১৩ জনই ঘটনাস্থলে নিহত হন। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও পরে তিনি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।


 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন