কভিড-১৯

ভারতে একদিনে ৪০২ মৃত্যু, আক্রান্তের হার ১৬.৬৬%

বণিক বার্তা অনলাইন

ভারতে লাফিয়ে বাড়ছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গতকাল শুক্রবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৬৪ হাজার। একদিনের ব্যবধানে আজ শনিবার সংখ্যাটি দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৫৩৩ জনে। দৈনিক আক্রান্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।

শনিবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নতুন সংক্রমণসহ দেশটির মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৯৬২ জনে। এর মধ্যে ওমিক্রন সংক্রমিতের মোট সংখ্যা ৬ হাজার ৪১। বর্তমানে দেশটিতে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৯৬২ জন। দেশটিতে করোনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৮৩ শতাংশ।

ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হয়ে প্রাণ হারিয়েছেন ৪০২ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৫ হাজার ৭৫২ জনে।

ভারতে করোনার ঊর্ধ্বমুখী এ সংক্রমণের মধ্যে গতকাল দেশের মানুষকে কোভিড-সংক্রান্ত স্বাস্থ্যবিধি, মাস্ক পরা ও টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলমান বৈশ্বিক করোনা মহামারিতে সুস্থ থাকা ও রোগ প্রতিরোধব্যবস্থা বাড়ানোর গুরুত্বের বিষয়টি তুলে ধরেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন