কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটির সংসদ সদস্যরা কক্সবাজার বিমানবন্দর শীর্ষক প্রকল্পের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।

কমিটি সদস্য আহসান আদেলুর রহমান স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল পরিদর্শনে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে তারা কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন। সময় সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতায় অন্যতম বিমানবন্দর। দেশী-বিদেশী পর্যটকদের পদচারণায় বিমানবন্দর মুখরিত হবে।

তিনি বঙ্গবন্ধুকন্যার ঐকান্তিক প্রচেষ্টায় চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে কমিটি প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এবং প্রত্যাশা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, প্রকল্প পরিচালক, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন