সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে তিন মোটরসাইকেল আরোহী, কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী চট্টগ্রামের আনোয়ারায় এক মোটরসাইকেল আরোহীসহ ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ : নগরীতে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ত্রিশালের সেনবাড়ী কালীরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ইসলামের ছেলে রিপন (৩০) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রামট্রাক চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। সময় আরেক আরোহী গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার: কক্সবাজারে ঈদগাঁওয়ের চান্দেরঘোনা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে আবদুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল বেলা ২টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কনভেনশন হলসংলগ্ন পিএবি সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার আবদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা  জানায়, বেলা ২টার দিকে হঠাৎ করে বাঁশখালী থেকে আসা বাস শহর থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে  মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন