আরইবির চেয়ারম্যান হলেন মোহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল নওগাঁ জেলায় সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে চাঁদপুর, বান্দরবান পার্বত্য জেলা বান্দরবান জেলা পরিষদে সহকারী/সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, কক্সবাজার জেলার রামু উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ভোলা জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সময় জ্বালানি খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্ম সচিব/অতিরিক্ত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে শিল্প মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে কাজ করেন। অতঃপর চলতি মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে প্রেষণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়।

সেলিম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৮৮ সালে স্নাতক ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ২০১৩ সালে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন