সাপ্তাহিক লেনদেনে সরকারি কোম্পানির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে সরকারি কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে। এমনকি এক্সচেঞ্জটিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির চারটিই ছিল সরকারি প্রতিষ্ঠান। কোম্পানি চারটি হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড. বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৫১ শতাংশই ছিল চার কোম্পানির দখলে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের ভিত্তিতে গত সপ্তাহে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসইর মোট লেনদেনের দশমিক শূন্য শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৪৭৩ কোটি ৮৮ লাখ হাজার টাকার কোটি ১৫ লাখ ৭৯ হাজার ২৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। সময়ে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে দশমিক ৬০ শতাংশ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিজিসিবি। মোট লেনদেনের দশমিক ৪০ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২২ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন বেড়েছে দশমিক ১৮ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে আরেক সরকারি প্রতিষ্ঠান বিএসসি। তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানিটির দখলে ছিল মোট লেনদেনের দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির কোটি ১১ লাখ ২২ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬৪ কোটি ২২ লাখ হাজার টাকা।

মোট লেনদেনের দশমিক ৪২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১০ দশমিক শূন্য শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ২৬৭ কোটি ৭৪ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কোটি ২২ লাখ ৫৩ হাজার ৫২টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে জ্বালানি খাতের আরেক সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস। মোট লেনদেনের দশমিক ৭৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১৫ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় সময়ে কোম্পানিটির লেনদেন বেড়েছে ২১ দশমিক ২৭ শতাংশ।

মোট লেনদেনের দশমিক ৭১ শতাংশ নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিসিএল। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন বেড়েছে দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ২১২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার ৯০ লাখ হাজার ২১৬টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহের মোট লেনদেনের দশমিক ৫৪ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।

লেনদেনের দশমিক ৪৫ শতাংশ নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দশমিক ৩০ শতাংশ নিয়ে নবম অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। দশমিক ৭৮ শতাংশ নিয়ে তালিকায় সব শেষে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন