স্বতন্ত্র পরিচালক নিয়োগ

ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে অনুমোদন নিতে হয়। আবেদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম চালু করতে যাচ্ছে সংস্থাটি। বিএসইসির ৮০৭তম কমিশন সভায় সম্প্রতি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ফেব্রুয়ারি থেকে সব কোম্পানিকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদনের আবেদন অনলাইনের প্লাটফর্মের মাধ্যমে করতে হবে।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর আওতায় তালিকাভুক্ত সব কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদনের আবেদনের জন্য অনলাইন প্লাটফর্মের অনুমোদন দিয়েছে কমিশন। আগামী ফেব্রুয়ারি থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের স্বতন্ত্র পরিচালক নিয়োগের আবেদন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে কমিশনে দাখিল করতে পারবে। পুঁজিবাজার সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বিষয়ে সভায় একটি প্রজ্ঞাপনও অনুমোদন করে কমিশন। আগামী ফেব্রুয়ারি থেকে যেটি কার্যকর হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন