২০২১ সাল

চীনে ফাইভজি স্মার্টফোন বিক্রি ৬৩ শতাংশ বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

২০২১ সালে চীনে ফাইভজি নেটওয়ার্ক-সংবলিত স্মার্টফোনের বিক্রি ৬৩ দশমিক শতাংশ বেড়ে ২৬ কোটি ৬০ লাখে পৌঁছেছে। স্মার্টফোনের দাম কমায় চাহিদা বেড়েছে। সম্প্রতি সরকারের একজন চিন্তাবিদ একথা জানান। খবর রয়টার্স।

উইচ্যাটে দেয়া এক ঘোষণায় চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস (সিএআইসিটি) জানায়, চীনের অভ্যন্তরীণ বাজারে ৭৫ দশমিক শতাংশ স্মার্টফোন বিক্রির শীর্ষে ছিল ফাইভজি সেগমেন্ট, যা বৈশ্বিক ৪০ দশমিক শতাংশের চেয়ে বেশি। প্রতিষ্ঠানটি জানায়, ফাইভজি স্মার্টফোনের দাম হাজার ইউয়ানের নিচে নেমে আসায় ভোক্তাদের মধ্যে ক্রয়ের চাহিদা বেড়েছে।

সিএআইসিটির তথ্যানুযায়ী, ২০২১ সালের নভেম্বরের শেষ নাগাদ চীনের শীর্ষ তিনটি টেলিকম প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১৬৪ কোটিতে পৌঁছে গেছে। যার মধ্যে ৪৯ কোটি ৭০ লাখ ব্যবহারকারী ফাইভজি স্মার্টফোন নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত বছর যার পরিমাণ ছিল ২৯ কোটি ৮০ লাখ।

দেশটির শীর্ষ তিনটি টেলিকম পরিষেবা প্রতিষ্ঠান হলো চায়না মোবাইল, চায়না টেলিকম চায়না ইউনিকম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন