ফেব্রুয়ারির শেষে স্টিম ডেক ডিভাইস আনবে ভালভ

বণিক বার্তা ডেস্ক

ক্ষুদ্র যন্ত্রাংশ সরবরাহ সংকটের কারণে প্রথমবার হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস স্টিম ডেকের বাজারজাত পিছিয়ে দিয়েছিল ভালভ। তবে নতুন প্রাপ্ত তথ্যানুযায়ী শিগগিরই এর বাজারজাত শুরু করবে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।

প্রতিষ্ঠান সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ডিভাইসটির বাজারজাত শুরু করবে ভালভ। প্রথমবার বাজারজাত পেছানোর আগে প্রতিষ্ঠানটি একই সময়ে ডিভাইসটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল। হার্ডওয়্যারের পাশাপাশি গেমাররা যেন ইন্টারফেস থেকে ভালো গেমিং অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সে বিষয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

ভালো অভিজ্ঞতা অর্জনের বিষয়টি নিশ্চিতে গত মাসে ভালভ ডেভেলপারদের কাছে একাধিক স্টিম ডেক ডিভাইস সরবরাহ করেছে। যাতে তারা ডিভাইসে তাদের গেম পরিচালনার মাধ্যমে এর হার্ডওয়্যার সফটওয়্যারের বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি তাদের গেমগুলো সেভাবে তৈরি করতে পারে।

ভালভের স্টিম ডেক ডিভাইসে জেন আর্কিটেকচারভিত্তিক এএমডির কোয়াড কোর প্রসেসর আরডিএনএ -ভিত্তিক গ্রাফিকস প্রসেসর বোর্ড ব্যবহার করা হতে পারে। এতে ১৬ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ৫১২ জিবি পর্যন্ত পিসিআইই এনভিএমই সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে ১২৮০৮০০ পিক্সেলের ইঞ্চির এইচডি টাচ ডিসপ্লে থাকতে পারে, যার আসপেক্ট রেশিও ১৬:১০। প্রতিষ্ঠানটি জানায়, এতে অপটিক্যালি বন্ডেড আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। যা ব্যবহারকারীদের উন্নত পঠন অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি ৪০০ নিটস পিক উজ্জ্বলতা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সুবিধা দেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন