চলতি বছর ফ্যাব উপকরণ বাজার সম্প্রসারণ হবে ২২%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর ফ্যাব উপকরণ বাজার ২২ শতাংশ সম্প্রসারণ হতে যাচ্ছে। বিশ্লেষক সংস্থা ভিএলএসআই রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর দি ইলেক।

ভিএলএসআই রিসার্চের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ফ্যাব উপকরণ বাজারের আকার দাঁড়াচ্ছে ১২ হাজার ৪৩০ কোটি ডলার। সংস্থাটির মতে, সরবরাহ চেইন সংকটের কারণে গত বছর প্রয়োজনীয় চাহিদা পূরণ সম্ভব হয়নি। কারণে চলতি বছর গত বছরের অপূর্ণ চাহিদা যুক্ত হবে।

ভিএলএসআই রিসার্চের তথ্য অনুযায়ী ২০১৯ সালে ফ্যাব উপকরণ বাজারের আকার ছিল হাজার ২৬০ কোটি ডলার, যা ২০২০ সালে ছিল হাজার ৩৬০ কোটি ডলার। ২০২১ সালে প্রথমবারের মতো ফ্যাব উপকরণ বাজার ১০ হাজার কোটি ডলার ছাড়ায়।

ফ্যাব হচ্ছে এমন ম্যানুফ্যাকচারিং কারখানা যাতে সিলিকন ওয়েফারকে ইন্টিগ্রেটেড সার্কিটে (আইসি) রূপান্তরিত করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন