ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে, কমেছে চাল

বণিক বার্তা ডেস্ক

সদ্যসমাপ্ত বছরের ডিসেম্বরে ভিয়েতনামের কফি রফতানির পরিমাণ এর আগের মাসের তুলনায় ৫৭ দশমিক শতাংশ বেড়েছে। ডিসেম্বরে দেশটির রফতানীকৃত কফির পরিমাণ ছিল লাখ ৬৯ হাজার ৩৪৯ টন। অন্যদিকে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশটির চাল রফতানির পরিমাণ কমেছে। সম্প্রতি প্রকাশিত দেশটির সরকারি তথ্যে এমনটা দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।

২০২১ সালে ভিয়েতনামের রফতানীকৃত কফির পরিমাণ ছিল ১৫ লাখ ৬০ হাজার টন, যা ২০২০ সালের তুলনায় দশমিক শতাংশ কম। ভিয়েতনাম কাস্টমসের দেয়া এক তথ্যে চিত্র দেখা যায়। তবে ২০২১ সালে কফি রফতানিতে দেশটির রাজস্ব আহরণের পরিমাণ ১৩ দশমিক শতাংশ বেড়েছে। সময় পানীয় পণ্যটি রফতানি করে আহরণকৃত রাজস্বের পরিমাণ দাঁড়ায় ৩৬০ কোটি ডলার।

অন্যদিকে ২০২১ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ ১৩ দশমিক শতাংশ কমে যায়। সময় দেশটির রফতানীকৃত চালের পরিমাণ ছিল লাখ ৯০ হাজার ২১৯ টন। ২০২১ সালে আগের বছরের তুলনায় ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ দশমিক শতাংশ কমে যায়। সময় দেশটির রফতানীকৃত চালের পরিমাণ ছিল ৬২ লাখ ৪০ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন