দ্বিতীয় ধাপে সুদের হার বাড়াল দক্ষিণ কোরিয়া

বণিক বার্তা ডেস্ক

দ্বিতীয়বারের মতো মূল সুদহার বাড়িয়েছে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতির হার কমাতে সুদহার শতাংশ থেকে দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে ব্যাংকটি। খবর নিক্কেই এশিয়া।

রয়টার্সের এক জরিপে ৩৫ জন অর্থনীতিবিদের মধ্যে ২৫ জন নভেম্বরে ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর বিষয়ে মত দিয়েছিলেন। গত বছর দক্ষিণ কোরিয়ায় মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছে। পাশাপাশি দেশটিতে ভোক্তা মূল্যসূচক দশমিক শতাংশ বেড়েছে। মার্চে দ্বিতীয়বারের মতো গভর্নরের দায়িত্ব পালন করা লি জু ইওলের মেয়াদ শেষ হচ্ছে। তিনি জানান, চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদহার আরো দুই দফা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

সিদ্ধান্ত গ্রহণের পর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমার মনে হয় না দশমিক শতাংশ সুদহার তেমন কোনো চাপ তৈরি করবে। আজ আমরা এটি উত্থাপন করেছি। কিন্তু আমার বিশ্বাস, এটি এখনো মানানসই অবস্থায় রয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরাও সুদহার বাড়ানোর বিষয়ে একই পূর্বাভাস দিয়েছেন। তাদের তথ্যানুযায়ী, চলতি বছর সুদের হার তিনবার বাড়ানো হবে।

সিদ্ধান্তের বিষয়ে ক্যাপিটাল ইকোনমিকসের এশীয় অর্থনীতিবিদ অ্যালেক্স হোমস লিখিত এক নোটে বলেন, ওমিক্রনের সংক্রমণে বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে সেটির হার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত কঠোর নীতিমালা বাস্তবায়নের পরিষ্কার চিত্র।

তিনি বলেন, সংক্রমণের প্রভাবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যখন ব্যাংকগুলোকে ২৫ বেসিস পয়েন্ট হিসেবে তিন ধাপে সুদহার বাড়াতে হবে। চলতি বছরের জন্য আমরা এমন কিছু বাস্তবায়নের সিদ্ধান্তই নিয়েছিলাম।

সুদহার বাড়ানোর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধির কারণে যেসব ছোট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহযোগিতার জন্য দেশটির সরকার ১৪ লাখ কোটি ওনের সম্পূরক বাজেট ঘোষণা করেছে। দেশটির অর্থমন্ত্রী হং নাম কি বলেন, বাজেটে অর্থ বরাদ্দের জন্য সরকার বন্ড ঘোষণা করবে। বিশ্লেষকরা বলছেন ম্যাক্রো ডাটা উচ্চ হারকে সমর্থন করে।

কভিড-১৯ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ডিসেম্বরে যেখানে সংক্রমণের হার হাজার ছাড়িয়ে গিয়েছিল, চলতি সপ্তাহে তা দৈনিক - হাজারে নেমে এসেছে। পাশাপাশি আগামী মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের কারণে দেশটিতে রাজনৈতিক অস্থিরতাও বিরাজ করবে।

সোসিয়েট জেনারেলের অর্থনীতিবিদ ওহ সুক তাই বলেন, দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রতি প্রান্তিকেই সুদহার বাড়াতে পারে। আগামী ডিসেম্বর নাগাদ তা শতাংশে উন্নীত হতে পারে। নতুন গভর্নর নিয়োগের বিষয়ে অনিশ্চয়তা থাকলেও দ্বিতীয় প্রান্তিকে সুদহার পুনরায় বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন