আজ থেকে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ফিচার প্রতিবেদক

দেশের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে রেইনবো চলচ্চিত্র উৎসব সংসদ ১৯৯২ সাল থেকে শুরু হওয়া উৎসব শুরুর দিকে দুই বছর পরপর অনুষ্ঠিত হলেও বর্তমানে প্রতি বছর অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে উৎসবের উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে আজ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব।

এবার ১০টি ক্যাটাগরিতে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম উইমেন্স ফিল্ম মেকার সেকশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী . কে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন