এসইউবির প্রো-উপাচার্য হলেন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমীন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) প্রো-উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি আচার্য মো. আবদুল হামিদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমীন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি অ্যান্ড হেলথ সায়েন্সের ডিন এবং পাবলিক হেলথ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ডা. নওজিয়া ইয়াসমীন ২০০০ সালে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের বিষয়ে স্নাতকোত্তর (এমপিএইচ) অর্জন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি, ঢাকা, বাংলাদেশ থেকে ক্লিনিক্যাল আল্ট্রাসনোগ্রাফিতে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন এবং ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।

ডা. ইয়াসমীন এসইউবির থিসিস গবেষণা প্রকল্পের সুপারভাইজার/সহতত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন, যেখানে পর্যন্ত প্রায় ১০০০টির বেশি গবেষণার কাজ হয়েছে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন