আইএসও সনদ পেল লংকাবাংলা সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় স্টক ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডকে (এলবিএসএল) আনুষ্ঠানিকভাবে আইএসও ৯০০১:২০১৫ (কিউএমএস) সনদ দিয়েছে বি-অ্যাডভান্সি। প্রতিষ্ঠানটি লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবসা ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলোর স্বাধীন মূল্যায়নের পর সনদ দিয়েছে।

গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসাইন মিলকির কাছ থেকে সনদ গ্রহণ করেন। সময় লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এস আর মো. মঈনুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সনদ গ্রহণের পর লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, আইএসও সনদপ্রাপ্ত হিসেবে লংকাবাংলার প্রমিত কার্যক্রম বছরের পর বছর ধরে আমাদের কর্মী পরিষেবার ওপর গ্রাহকদের যে দীর্ঘস্থায়ী আস্থা রয়েছে, সেটিকে আরো সুদৃঢ় করতে সাহায্য করবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, সনদপ্রাপ্তির ফলে লংকাবাংলা সিকিউরিটিজের পরিষেবা কার্যক্রম মানসম্মত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। পাশাপাশি গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মচারীরাও আরো একাত্ম হবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন