দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটো হলো ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

ডরিন পাওয়ার: তালিকাভুক্ত জ্বালানি বিদ্যুৎ খাতের কোম্পানিটির পর্ষদ সভা ১৯ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করা হবে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ২৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৮ টাকা ৪১ পয়সা।

আনলিমা ইয়ার্ন: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ১৭ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করা হবে। 

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আনলিমা ইয়ার্নের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ইপিএস ছিল পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৪৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন