শ্রমিক সংকটে দাম বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়ায় ওমিক্রন উদ্বেগে আবারো শ্রমিক সংকট তীব্র হয়ে উঠছে। ফলে বছরের শুরুতেই পাম অয়েল উৎপাদন কমার আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা। এমন আশঙ্কায় সপ্তাহের পাঁচ কার্যদিবসের চারদিনই বেড়েছে পণ্যটির দাম। খবর বিজনেস রেকর্ডার।

গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম টনপ্রতি দশমিক ৩১ শতাংশ বা ৬৬ রিঙ্গিত বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে হাজার ১০৬ রিঙ্গিতে ( হাজার ২২২ ডলার ৪১ সেন্ট)

বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক মালয়েশিয়া। করোনা মহামারীর কারণে দেশটিতে শ্রমিক সংকট দেখা দিলে পাম অয়েল উৎপাদনে ধস নামে। কিন্তু গত বছরের দ্বিতীয়ার্ধে সংকট শিথিল হতে শুরু করে। খামারগুলোয় দেশের বাইরে থেকে আবারো শ্রমিকরা কাজে যোগ দেন। কিন্তু বছরের শেষ দিকে এসে নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হলে নতুন করে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় মালয়েশিয়া। কারণে চলতি বছর শ্রমিক সংকট গত ছয় মাসের তুলনায় প্রকট হতে পারে।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড চলতি বছর ভোগ্যপণ্যটির উৎপাদন গত বছরের তুলনায় দশমিক শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিল। রফতানিও দশমিক শতাংশ বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু নতুন প্রতিবন্ধকতার কারণে পূর্বাভাস সত্য হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন