ডিসেম্বরে চীনের তামা উৎপাদনে ৬.৭১% প্রবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

বিদায়ী বছরের ডিসেম্বরে চীনের তামা উৎপাদন আগের মাসের তুলনায় দশমিক ৭১ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে লাখ হাজার ২০০ টনে। বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উৎপাদন বাড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান অ্যানটেইক সম্প্রতি তথ্য জানিয়েছে।

অ্যানটেইক দেশটির শীর্ষ ২২টি বিগলন কেন্দ্রের ওপর জরিপ চালিয়েছে। চীনের মোট তামা উৎপাদন সক্ষমতার ৮০ শতাংশই রয়েছে এসব কেন্দ্রে। জরিপে দেখা গেছে, ডিসেম্বরে বিগলন কেন্দ্রগুলোয় রক্ষণাবেক্ষণজনিত কারণে তামা উৎপাদন বন্ধ ছিল না। অন্যদিকে দেশজুড়ে বিদ্যুৎ সংকট শিথিল হতে শুরু করায় উৎপাদনে বাধা কাটছে। কারণেই নভেম্বরের তুলনায় উৎপাদন বেড়েছে। তবে ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় উৎপাদন দশমিক ৪৫ শতাংশ কমেছে। এদিকে ২০২১ সালে চীনে তামা উৎপাদন দশমিক ২৪ শতাংশ বেড়েছে। উৎপাদন হয়েছে ৯১ লাখ ৮০ হাজার টন।

অ্যানটেইক আরো জানায়, গত বছরের ডিসেম্বরে চীনে টিন উৎপাদন দশমিক শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার টনে। পুরো বছরের উৎপাদন ১১ দশমিক শতাংশ বেড়ে লাখ ৭৪ হাজার টনে উন্নীত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন