৩০ কার্যদিবস মার্জিন ঋণ সুবিধা পাবে না প্রিমিয়ার ব্যাংক বন্ড

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নীতিমালা অনুযায়ী আগামী ৩০ কার্যদিবস মার্জিন ঋণ সুবিধা পাবে না গতকাল থেকে লেনদেন শুরু করা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ড বা পিআরইবিপিবন্ড। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে বিএসইসির ৮০৪তম কমিশন সভায় মার্জিন ঋণ নীতিমালায় পরিবর্তন আনা হয়। ওই নীতিমালা অনুযায়ী, নতুন তালিকাভুক্ত সিকিউরিটি কেনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার পর থেকে প্রথম ৩০ কার্যদিবস পর্যন্ত কোনো মার্জিন ঋণ দেয়া যাবে না। নীতিমালার আলোকে গতকাল থেকে লেনদেন শুরু করায় আলোচ্য সময় পর্যন্ত ঋণ সুবিধা পাবে না প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড।

বিএসইসির ৮০১তম কমিশন সভায় ব্যাংকটির  ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেয়া হয়। বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন