কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে ফারইস্ট লাইফের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি। বাজার বিশ্লেষণে দেখা যায়, ২৯ ডিসেম্বর শেয়ারটির দর ছিল ৫০ টাকা ১০ পয়সা। এর পর থেকেই অস্বাভাবিক হারে শেয়ারটির দর বাড়তে থাকে। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮২ টাকা ৬০ পয়সায়। অন্যদিকে ২৯ ডিসেম্বর কোম্পানিটির ১৬ হাজার ৫১৩টি শেয়ার লেনদেন হয়েছে। এর পর থেকেই শেয়ারটির লেনদেন অস্বাভাবিক হারে বাড়তে থাকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন