কারণ ছাড়াই বাড়ছে লাভেলোর শেয়ারদর ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসইর এক চিঠির জবাবে তথ্য জানায় কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩৯ টাকা ১০ পয়সা। এরপর শেয়ারটির দর কমতে কমতে ৩০ ডিসেম্বর ৩৩ টাকা ৬০ পয়সায় নামে। তবে এর পর থেকেই দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮০ পয়সা। অন্যদিকে লেনদেন চিত্রেও একই অবস্থা দেখা গেছে। ডিসেম্বর থেকে লেনদেনে উত্থান-পতন চলতে থাকে। ওই দিন কোম্পানিটির ১১ লাখ ৩৮ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়। ৩০ ডিসেম্বর যা কমে দাঁড়ায় লাখ ৫১ হাজার ৪৭৩টিতে। এর পর থেকেই লেনদেন অস্বাভাবিক হারে বাড়তে থাকে। জানুয়ারি দৈনিক লেনদেন দাঁড়ায় ৭০ লাখ ৮০ হাজার ১১০টিতে। সর্বশেষ গতকাল যা কমে ৫২ লাখ ১০ হাজার ১৫৩টিতে দাঁড়িয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে তাওফিকা ফুডস। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ৩৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল কোটি লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে কোটি ৩৪ লাখ টাকার বেশি বা ৬৫ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৩ টাকা ১২ পয়সা।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন