ন্যাশনাল ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ব্যাংকটিকে থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল ব্যাংক। কারণে ব্যাংকটির বিদ্যমান ক্যাটাগরি পরিবর্তন করে বিতে স্থানান্তর করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে এনবিএলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল টাকা ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল টাকা ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত) ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯২ পয়সায়।

ডিএসইতে গতকাল শেয়ারটির সর্বশেষ সমাপনী দর ছিল টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে টাকা ৮০ পয়সা টাকা ৭০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন