গ্রিসে শরণার্থীবাহী নৌকাডুবে ৩০ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

গ্রিসের উপকূলে কয়েকটি নৌ দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই শরণার্থী বলে জানিয়েছে উদ্ধার কর্মীরা। এজিয়ান সাগর থেকে একদিনে কয়েকটি নৌ দুর্ঘটনায় পড়ে নিহত ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। 

আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় পারোস দ্বীপের কাছে নৌকা উল্টে ও ডুবে যাওয়ার পর তিন নারী ও শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়। এছাড়া জীবিত উদ্ধার করা হয় ৬৩ জনকে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে ৮০ জনের মতো যাত্রী ছিল। কোস্টগার্ডের ধারণা, এসব নৌকার শরণার্থী যাত্রীরা তুরস্ক থেকে ইতালি যাচ্ছিলেন। 

কর্মকর্তারা জানান, কোস্টগার্ডের তিনটি টহল নৌকা, বেসরকারি নৌ যান ও কোস্টগার্ডের বিমান নিখোঁজ জীবিতদের সন্ধানে কাজ করছে। 

ইআরটি টেলিভিশনের তথ্য অনুসারে, মানব পাচারকারীরা তুরস্কের শরণার্থী অধ্যুষিত কেসমে ও বডরাম উপকূল থেকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে নতুন ও সবচেয়ে দুর্গম রুটে অভিবাসীদের ঠেলে দেন।

গত বুধবারের পর থেকে এ ধরনের তিনটি ঘটনা পাওয়া গেল, যাতে অন্তত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন