অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ

শ্রীলংকাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকার বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই জয়ে আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।


শাহিদা আক্তার রিপা ও আফিদা খন্দকার বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন। এছাড়া ঋতুপর্ণা চাকমা দুটি এবং উন্নতি খাতুন, অনুচিং মগিনি, আঁখি খাতুন ও স্বপ্না রানী একবার করে লক্ষ্যভেদ করেন।


আজ দিনের প্রথম ম্যাচে ভারত ১-০ গোলে ভুটানকে হারায়।


পাঁচ দলের এই আসরে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে। এরপরে রয়েছে নেপাল (৭ পয়েন্ট), ভূটান (৩ পয়েন্ট) ও শ্রীলংকা (০)। আগামী বুধবার এই মাঠেই ফাইনালে লড়বে বাংলাদেশ ও ভারত।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন