বিডার ওএসএস পোর্টালে যুক্ত হলো নতুন পাঁচটি সেবা

নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগকারীদের সুবিধার্থে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (্ওএসএস) পোর্টালে যুক্ত হলো আরো পাঁচটি সেবা। নিয়ে প্রতিদিন সার্বক্ষণিক ভিত্তিতে ১৮টি প্রতিষ্ঠানের ৫৬টি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিডা সম্মেলন কক্ষে এসব সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার সহকারী পরিচালক আবুজার গিফারী তমাল, স্বাগত বক্তব্য রাখেন বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী, ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন বিডার পরিচালক জীবন কৃষ্ণ রায়। সময় আরো উপস্থিত ছিলেন আমদানি রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম পিএএ, বিজনেস অটোমেশন লিমিটেডের বজলুল হক বিশ্বাস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিয়া রহমত আলী। এছাড়াও অনুষ্ঠানে ওয়াল্ড ব্যাংক গ্রুপ, এনকেএ মবিন, এফসিএস, এফসিএর ঊর্ধ্বতন সহসভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কর্মকর্তারা বক্তব্য রাখেন।

নতুন উদ্বোধন করা সেবাগুলো হচ্ছে বিডার তৃতীয় অ্যাডহক আইআরসির সুপারিশ, জাতীয় রাজস্ব বোর্ডের বিদেশী নাগরিকদের আয়কর, আমদানি রফতানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের রফতানি নিবন্ধন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কান্ট্রি অব অরিজিন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে দ্রুতই দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের লক্ষ্যে দ্রুত সেবা গ্রহণে পাবলিক প্রাইভেট সেক্টরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সহজে স্বল্প খরচে দ্রুত বিনিয়োগ সেবা নেয়ার জন্য সিঙ্গেল প্লাটফর্ম ব্যবহার করতে হবে।

বিডা সূত্র জানায়, ২০১৯ সালে ওএসএস পোর্টালে মাত্র দুটি সেবার ব্যবস্থা থাকলেও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। প্রতিদিন একশর বেশি বিনিয়োগকারী অনলাইন সেবা গ্রহণ করছে।

এর আগে চলতি বছরের ২৯ আগস্ট দেশী-বিদেশী বিনিয়োগকারীদের নির্বিঘ্নে সেবা প্রদানের লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বিডা। প্রতিষ্ঠানগুলো হলো সিসিসিআই, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মো. সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। আমরা এরই মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ৫১টি সেবা দিয়ে আসছিলাম। আজ আরো পাঁচটি সেবা যুক্ত হওয়ায় ওএসএস সার্ভিস পোর্টালে ১৮টি সংস্থার ৫৬টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে। আমরা প্রতিদিন গড়ে একশর বেশি বিনিয়োগকারীকে সেবা দিয়ে আসছি। সংখ্যা প্রতিদিন বাড়ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন