বিএসইসি ও আইএমএফের বৈঠক

বন্ড মার্কেটের উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল। বৈঠকে দেশের বন্ড মার্কেটের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক সূচক মধ্যমেয়াদি প্রক্ষেপণ, আর্থিক খাত পুঁজিবাজারের উন্নয়ন এবং সুশাসন বিষয়ে আইএমএফের আর্টিকেল ফোরের আওতায় বৈঠক হয়। বৈঠকে আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আবাসিক প্রতিনিধি জয়ন্ত দে ডিভিশন চিফ রাহুল আনন্দসহ ছয় সদস্য অংশ নেন। বিএসইসির পক্ষে কমিশনার . শেখ শামসুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, পুঁজিবাজারের মাধ্যমে সামষ্টিক অর্থনীতির মূলধন জোগানো, সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরি, পুঁজিবাজারে মূলধন প্রবাহ বাড়াতে নতুন ধরনের সিকিউরিটিজ চালু করা এবং বিশেষত ফিক্সড ইনকাম সিকিউরিটিজের বাজার বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এছাড়া বাজারের গভীরতা তারল্য বৃদ্ধি প্রসঙ্গেও আলোচনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন