হ্যাকিংয়ের শিকার নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট

বণিক বার্তা অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার মধ্যরাতে মোদির আইডিটি হ্যাকড হয়। 

হ্যাক হওয়া আইডি থেকে একটি টুইটও করা হয়। এতে লেখা ছিল- দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, হ্যাকিংয়ের ঘটনার অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট উদ্ধার করতে সক্ষম হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ওই টুইট মুছে ফেলা হয়েছে।

পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) তরফে বিষয়টি নিয়ে একটু টুইট করা হয়। এতে বলা হয়- অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

এদিকে, টুইটটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন