অলিম্পিক : মার্কিন বয়কটের পাল্টা প্রতিশোধ নেবে চীন

বণিক বার্তা অনলাইন

বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে কূটনৈতিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্যাপক নিন্দা জানিয়েছে চীন। পাশাপাশি প্রতিশোধ নেয়ার কথাও বলেছে দেশটি। খবর বিবিসি।

আজ মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের অলিম্পিক বয়কটের বিষয়ে কথা বলেন। মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের নিন্দা প্রকাশ করে তিনি বলেন, মিথ্যা ও গুজবের উপর ভিত্তি করে অলিম্পিকের কূটনৈতিক বয়কট করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিরুদ্ধে খেলাধুলায় রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগও তোলেন তিনি। এও বলেন, তাদের বয়কটের সিদ্ধান্তে চীন সংকল্পবদ্ধ পাল্টা ব্যবস্থা নেবে।

পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের মুসলিম উইঘুর সংখ্যালঘুদের উপর দমন-পীড়নে চীনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এ ছাড়া হংকংয়ের স্বাধীনতাকামীদের দমন ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্কে অবনতি দেখা দেয়। এর জের ধরেই মূলত বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে কূটনৈতিক বয়কটের ঘোষণা দেয়।

গতকাল সোমবার বর্জনের বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পসাকি। এর আগে গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিংয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকে প্রতিনিধি দল না পাঠানোর পরিকল্পনার কথা বলেছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন