সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনার প্রভাব অব্যাহত রয়েছে দুই এক্সচেঞ্জে। ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সসহ সব সূচক। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদরও। তবে লেনদেন কমেছে ২৮ শতাংশের বেশি। দেশের আরেক পুঁজিবাজার সিএসইর সূচক লেনদেন উভয়ই বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম তিন মিনিট ডিএসইএক্সে পয়েন্ট যোগ হয়। এর পর থেকেই সূচকে উত্থান-পতন শুরু হয়। বেলা সোয়া ১১টা পর্যন্ত ধারা অব্যাহত ছিল। সময় সর্বোচ্চ হাজার ৯৮৪ পয়েন্টে ওঠে সূচক। কিন্তু এর পর থেকেই বড় পতন শুরু হয়। একপর্যায়ে এটি হাজার ৯৩১ পয়েন্টে নেমে আসে। তবে শেষ পর্যন্ত ২৯ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে হাজার ৯৬৫ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়ায় ডিএসইএক্স।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে পয়েন্ট বেড়ে হাজার ৪৬১ পয়েন্টে অবস্থান করছে।  ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে পয়েন্ট বেড়ে হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন ছিল হাজার ২৪৫ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত ছিল ৪৯টি সিকিউরিটিজের বাজারদর।

অন্যদিকে সিএসসিএক্স সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৭৫ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৬৩ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬২ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন