কেনিয়ায় যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে ২৩ জন নিহত

বণিক বার্তা অনলাইন

কেনিয়ায় মধ্যাঞ্চলীয় এলাকায় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। 

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চার শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে। বাসটিতে কতজন যাত্রী ছিল তা এখনো স্পষ্ট নয়।

কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদকর্মীদের তিনি বলেন, গতকাল শনিবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ২৩ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল থেকে কেনিয়া রেড ক্রস এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে উদ্ধার কাজ চলছে।

খবরে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় এলাকায় যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তারা মুইংগি ক্যাথলিক চার্চের গায়কদলের সদস্য। শনিবার সকালে এক পুরুষ সহকর্মীর বিয়েতে অংশ নিতে যাচ্ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চালক ব্রিজের ওপর দিয়ে দ্রুত প্রবাহিত জলরাশি পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতু থেকে নদীতে পড়ে যায়। বন্যার পানির কারণে নদীতে স্রোত বেশি ছিল এবং এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন