রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১, আহত ৮

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে একটি বিয়ের আসরে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ বেলাল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল শনিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এপিবিএন-৮’র অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিহাব কায়সার খান জানান, গতকাল রাত ৮টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-৯’র ব্লক সি-১৯ নম্বরে অবস্থিত শেডের সামনে বিয়ের আসরে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি বরের চাচা।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- বরের বাবা মো. ইউনুস (৪৫), বরের আরেক চাচা মো. আইয়ুব (৩৫), প্রতিবেশী শিশু মো. উমর (৯), মো. আইয়ুব (২৭), সিরাজুল ইসলাম (৩৫), কনের বাবা আব্দুর রহমান (৫২), মামা হারেসুর রহমান(২০) এবং আনোয়ার সাদেক (২১)।

এপিবিএন-৮’র অধিনায়ক আরো জানান, সংঘর্ষের ঘটনায় আহত হলে মোহাম্মদ বেলালকে রোহিঙ্গা ক্যাম্পের টার্কিশ হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ইউনুছ, উমর, আইয়ুব ও আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করেছে বলে জানান শিহাব কায়সার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন