বগুড়া শজিমেকে হার্টে রিং স্থাপন কার্যক্রম শুরু

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে ক্যাথল্যাবে স্টেনটিং বা হার্টে রিং পরানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্টেনটিংয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিন।

উদ্বোধনকালে তিনি বলেন, শজিমেকে হূদরোগীদের আরো এক ধাপ উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হলো। ধরনের রোগীদের বিগত সময়ে এনজিওগ্রামসহ যাবতীয় চিকিৎসা হলেও রিং পরানো হতো না। বর্তমানে বাংলাদেশ জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সহযোগিতায় বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্টেনটিংয়ের কার্যক্রম শুরু হবে। এতে সব শ্রেণী-পেশার মানুষ সুবিধা ভোগ করতে পারবে।

সময় উপস্থিত ছিলেন শজিমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন, অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রেজাউল আলম জুয়েল, জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের প্রফেসর সাবিনা হাসিম, অ্যাসোসিয়েট প্রফেসর ডা. একেএম মনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার ডা. মো. শফিক শাহারিয়ার, সহকারী প্রফেসর শজিমেক কার্ডিওলজি বিভাগীয় প্রধান ডা. শেখ মো. শাহিদুল হক, শজিমেক ভাইস প্রিন্সিপাল ডা. সুশান্ত কুমার সরকার, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, প্রফেসর ডা. মজিবর রহমান সেলিম, ডা. শিবলী হায়দার, ডা. কাজল কুমার কর্মকার, ডা. নুর আলম, ডা, হালিমুর রশীদ, ডা. মনিরুজ্জামান আশরাফ (বিপুল), শজিমেক উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন