যশোরে ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

বিজয়ের ৫০ বছর উদযাপনে যশোরে আজ শুরু হচ্ছে জেলাজুড়ে ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। ঐতিহাসিক যশোর রোডকে উপজীব্য করে মুক্তিযুদ্ধে যশোর রোড শিরোনামে আর্ট ক্যাম্পে ছবি আঁকার মধ্য দিয়ে শুরু হবে উৎসব। ৫০ জন দেশবরেণ্য চিত্রশিল্পী যশোর পৌর উদ্যানে ছবি আঁকবেন। যশোর জেলা প্রশাসনের সহায়তায় যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য উৎসব আয়োজন করা হয়েছে।

উৎসব কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য ঐতিহাসিক টাউন হল ময়দানে ডিসেম্বর সকালে সাড়ে ১১টায় যশোর মুক্ত দিবস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ জন শিল্পীর পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী গণসংগীত জয় বাংলা বাংলার জয়, স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত বিজয়ের গান বিজয় নিশান উড়ছে ওই পরিবেশনের পর জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি পরিবেশনার সঙ্গে সঙ্গে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা উত্তোলন করবেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে -১১ ডিসেম্বর সাংস্কৃতিক উৎসব চলবে। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, লোকসংগীত পরিবেশন করবেন যশোরের সব সাংস্কৃতিক সংগঠনের শিল্পী। প্রতিদিন বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর ১৭ ডিসেম্বর যশোর জেলার সাতটি উপজেলা শহরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮-৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আরো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন পর্ষদ এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তথ্য জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজয়ের ৫০ বছর উদযাপন আমাদের জীবনে এক অনন্য প্রাপ্তী। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বর্তমান আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করার লক্ষ্য নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন পর্ষদ-২১-এর চেয়ারম্যান হাবিবা শেফা, ভাইস চেয়ারম্যান সুকুমার দাস, হারুণ অর রশীদ, দীপংকর দাস রতন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, এসএম তৌহিদুর রহমান, সাজেদ রহমান বকুল, সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অর্থ উপ-পরিষদের আহ্বায়ক তরিকুল ইসলাম তারু, প্রচার উপ-পর্ষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, আপ্যায়ন উপ-পর্ষদের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন