পাঁচটি সুইস ব্র্যান্ডের ঘড়ির পরিবেশক কবির অ্যান্ড কোম্পানি

সুইজারল্যান্ডের ঘড়ির সুনাম আভিজাত্য বিশ্বজুড়েই স্বীকৃত। বিশ্বখ্যাত পাঁচটি সুইস ব্র্যান্ডের ঘড়ি সহজেই এখন মিলবে বাংলাদেশে। কবির অ্যান্ড কোম্পানি বাংলাদেশে সুইজারল্যান্ডের পাঁচটি ব্র্যান্ডের ঘড়ি বিপণনের পরিবেশক হিসেবে কাজ শুরু করেছে। অ্যারোওয়াচ, টিশট, করনাভিন, ক্লাউড বার্নার্ড রিচেলিউ ব্র্যান্ডের ঘড়ির বিপণন শুরু হয়েছে সম্প্রতি।

বাংলাদেশী উদ্যোক্তা কবির অ্যান্ড কোম্পানি সম্প্রতি বিশ্বখ্যাত সুইজারল্যান্ডের বিভিন্ন মডেলের ঘড়ি বাংলাদেশে বাজারজাত করার লক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড টাইম রিসার্চ এক্সপেরিয়েন্সের নির্মাতা প্রফেসর সেবাস্তিন রুসু কবির ওয়াচের স্বত্বাধিকারী আরাফাত কবির।

প্রধান অতিথির বক্তব্যে নকীব খান বলেন, ঘড়ির আবেদন এখনো ফুরায়নি। ঘড়ির প্রযুক্তিতে রূপান্তর ঘটেছে। অ্যানালগের বদলে যুক্ত হয়েছে ডিজিটাল সার্কিট। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন