শেয়ার কিনবেন রেনাটার এমডি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পর্ষদে সাজেদা ফাউন্ডেশনের মনোনীত পরিচালক সৈয়দ এস কায়সার কবির কোম্পানিটির ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্প্রতি তিনি শেয়ার কেনার ঘোষণা দেন।

ঘোষণা অনুসারে, পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে রেনাটার শেয়ার কিনবেন তিনি। এর আগে গত মাসে রেনাটা লিমিটেডের পর্ষদে সাজেদা ফাউন্ডেশন মনোনীত অন্যতম পরিচালক জাহিদা ফিজা কবির বিদ্যমান বাজারদরে হাজার ৭০০ শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কেনার ঘোষণা দিয়েছিলেন।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেনাটার সমন্বিত আয় হয়েছে ৭৭৪ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছিল ৭৩৫ কোটি ২৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ১৩৮ কোটি ২৩ লাখ টাকা সমন্বিত নিট মুনাফা হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ১২৩ কোটি ৮০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৭০ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ১৮ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন