মানববন্ধনে বক্তারা

নকল ও ভেজাল ওষুধ উৎপাদন গণহত্যার শামিল

নিজস্ব প্রতিবেদক

দেশে বিভিন্ন সময় পরিচালিত অভিযানে নকল ভেজাল ওষুধ উৎপাদনকারীদের গ্রেফতার করলেও বন্ধ হচ্ছে না এর উৎপাদন বিক্রি। দুর্বল আইনের কারণে নকল ওষুধ তৈরিতে ভয় পায় না তারা। ড্রাগস আইনে নকল ভেজাল ওষুধ উৎপাদনকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান আছে ১০ বছর কারাদণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, নকল ভেজাল ওষুধ উৎপাদন বিপণনে জড়িতরা গণহত্যার মতো অপরাধ করছে। গণহত্যা এখনই থামাতে হবে। জনস্বাস্থ্যের মারাত্মক হুমকির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি বদলাবে না।

গতকাল পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সমমনা ১০টি সংগঠনের যৌথ উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নকল, ভেজাল মেয়াদোত্তীর্ণ ওষুধ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন