যুক্তরাষ্ট্রে তুলা উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস ইউএসডিএর

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে তুলা উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। অনুকূল আবহাওয়ার কারণে দেশটিতে তুলার আবাদ বেড়েছে। পাশাপাশি কভিড-১৯ সংক্রান্ত প্রতিবন্ধকতা শিথিল হওয়ায় শ্রমিক সংকট যাতায়াতে বাধা কেটেছে। এসব কারণে সুবিধা পাচ্ছেন তুলা চাষিরা। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস সার্ভিসের (এনএএসএস) প্রকাশিত প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে।

তবে খাতসংশ্লিষ্টদের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রবাহ তীব্র আকার ধারণ করলে উৎপাদনে বিপর্যয় দেখা দিতে পারে।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে কোটি ৮২ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় উৎপাদন ২৫ শতাংশ বাড়বে। গত মাসের পরিস্থিতি অনুযায়ী, প্রতি একর আবাদি জমি থেকে ৮৮০ পাউন্ড তুলা উৎপাদনের প্রত্যাশা করছে মার্কিন সংস্থাটি, যা গত বছরের তুলনায় ৩৩ পাউন্ড বেশি। চলতি বছর সব মিলিয়ে ৯৯ লাখ ২০ হাজার একর জমিতে তুলা আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় আবাদ বেড়েছে ২০ শতাংশ।

বছর যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্য তুলা উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে। রাজ্যে বছর শেষে ২৩ লাখ বেল তুলা উৎপাদনের পূর্বাভাস মিলেছে, যা গত বছরের তুলনায় শতাংশ বেশি। আলাবামা রাজ্যে লাখ ৫৫ হাজার বেল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা গত বছরের তুলনায় শতাংশ বেশি। এছাড়া ফ্লোরিডায় সব মিলিয়ে লাখ ৩০ হাজার বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় অঞ্চলে উৎপাদন ২৬ শতাংশ বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন