অ্যান্ড্রয়েডে দুই সারি ট্যাব চালু করল ভিভালডি

বণিক বার্তা ডেস্ক

অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ব্রাউজারে দুই সারি ট্যাব চালু করেছে ক্রোমিয়াম-ভিত্তিক ওয়েব ব্রাউজার ভিভালডি। স্মার্টফোন প্লাটফর্মে এটিই প্রথম উদ্যোগ। খবর গিজমোচায়না।

ব্রাউজারের সর্বশেষ ভার্সন - নতুন ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা একই সঙ্গে দুটি সারিতে ট্যাব চালু রাখতে পারবেন। একটি অন্য আরেকটি সারির ওপর রাখা যাবে। চলতি বছরের শুরুতে ব্রাউজারটির ডেস্কটপ ভার্সনে টু লেভেল ট্যাব স্ট্যাকস সুবিধা চালু করা হয়। নতুন আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ভার্সনেও ফিচারটি চালু করা হলো।

ফিচারটি চালুর জন্য দীর্ঘ সময় নিউ ট্যাব বাটন চেপে ধরে ট্যাব স্ট্যাক নির্বাচন করতে হবে। সেখান থেকে যে কেউ চালু থাকা ট্যাবের সঙ্গে আরেকটি অতিরিক্ত ট্যাব ব্যবহার করতে পারবেন। নতুন আপডেটে উন্নত ইউজার ইন্টারফেসও আনা হয়েছে। ইন্টারফেসে থাকা নোট টুলকে আরো উন্নত করা হয়েছে। ফলে সহজেই ওয়েবসাইট থেকে কপি করা লেখা পেস্ট করা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন