যুক্তরাষ্ট্রে আইপিওর জন্য আবেদন করবে ভিয়েতনামের ভাইনগ্রুপ

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার পরিকল্পনা করছে ভিয়েতনামের বৃহত্তম কনগ্লোমারেট ভাইনগ্রুপ জেএসসি। ২০২২-এর দ্বিতীয়ার্ধে আইপিও ছাড়ার মাধ্যমে নিজস্ব গাড়ি নির্মাণ ইউনিটের জন্য অন্তত ৩০০ কোটি ডলার সংগ্রহ করতে পারে তারা। খবর রয়টার্স।

গত মাসেও কনগ্লোমারেটটির এক কর্মকর্তা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে আইপিও ছাড়তে আরো কয়েক বছর লেগে যাবে। এর আগে গত এপ্রিলে ভিয়েতনামের বৃহত্তম কনগ্লোমারেটটির গাড়ি নির্মাণ শাখা ভাইনফাস্ট জানায়, চলতি বছরেরই দ্বিতীয় প্রান্তিকে আইপিও ছাড়বে তারা। এর মাধ্যমে হাজার কোটি ডলার বাজার মূলধনের কোম্পানিটি অন্তত ৩০০ কোটি ডলার সংগ্রহ করতে পারবে।

গতকাল এক বিবৃতিতে ভাইনগ্রুপ জানায়, আইপিও প্রক্রিয়া ত্বরান্বিত করতে তারা সিঙ্গাপুরভিত্তিক একটি হোল্ডিং কোম্পানি চালু করেছে। ভাইনফাস্ট সিঙ্গাপুর নামে নতুন কোম্পানিটি ভিয়েতনামিজ ব্র্যান্ডটিকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে ভূমিকা রাখবে। নতুন কোম্পানিটির বৃহত্তম শেয়ারের মালিক থাকবে ভাইনগ্রুপ।

২০১৯ সালে ভিয়েতনামের প্রথম গাড়ি নির্মাতা কোম্পানি হিসেবে গ্যাসচালিত গাড়ি নির্মাণ শুরু করে ভাইনফাস্ট। ইভির সম্ভাবনা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজার থেকে মূলধন সংগ্রহের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কোম্পানিটি।

পৃথক এক বিবৃতিতে তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আগামী বছর ৪২ হাজার বৈদ্যুতিক গাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন