বেক্সিমকোর ১৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৯৩ লাখ ৪৮ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৫৬ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল বেক্সিমকোর শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১৬৮ টাকা ২০ পয়সা। এদিন শেয়ারটি ১৫৫ টাকা ২০ পয়সা থেকে ১৭২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৫ টাকা ১৮৭ টাকা ৯০ পয়সা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ১১ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪২ পয়সায়।

এদিকে লেনদেনের ভিত্তিতে গতকাল তালিকায় দ্বিতীয় শীর্ষে ছিল ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড। এদিন ব্যাংকটির ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটির প্রায় ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক আইডিএলসি ফাইন্যান্স।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন