জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অনেক দাবি পূরণ হয়েছে —পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ৩১ অক্টোবর হতে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ২৬) প্রত্যাশা অনুযায়ী যথাযথ প্রাপ্তি না হলেও বাংলাদেশের দীর্ঘদিনের অনেক দাবি পূরণ হয়েছে। এবারের সম্মেলনে প্রথমবারের মতো গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন-সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য নির্ধারণের জন্য গ্লাসগো-শার্ম আল শেখ ওয়ার্ক প্রোগ্রাম অন দি গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন প্রতিষ্ঠা করা হয়েছে, যা আমাদের ভবিষ্যৎ অ্যাডাপটেশন কার্যক্রমকে আরো বেগবান করবে। 

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গতকাল পরিবেশ অধিদপ্তরে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ২৬): প্রত্যাশা, প্রাপ্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি, পিকেএসএফের চেয়ারম্যান . কাজী খলীকুজ্জমান আহমদ, জলবায়ু বিশেষজ্ঞ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস . আইনুন নিশাত, সিভিএফ প্রেসিডেন্সির বিশেষ দূত আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন