বিলম্বিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকার পর আজ শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি সমমানের পরীক্ষা। এসএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। বছরের এইচএসসি সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গতবারের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর সময় কমিয়ে (দেড় ঘণ্টায়) অনুষ্ঠিত হবে পরীক্ষা। সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার কক্ষে বসতে হবে শিক্ষার্থীদের। বহুনির্বাচনী (এমসিকিউ) সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ১৭ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে লাখ ১৩ হাজার ১৪৪ জন আলিম পরীক্ষায় এবং কারিগরি শিক্ষা বোর্ডের লাখ ৪৮ হাজার ৫০৩ জন বিএম ভোকেশনাল পরীক্ষা দেবে। ২০২১ সালের সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রের পরীক্ষা দিতে হবে তাদের। ঘণ্টার বদলে পরীক্ষা হবে দেড় ঘণ্টার। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোয় এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ১২টির উত্তর দিতে হবে। সময় ১৫ মিনিট। আর তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে। সময় ঘণ্টা ১৫ মিনিট। মানবিক ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের ৩০টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। সময় ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন