বোমা সন্দেহে জরুরি অবতরণ

মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক

উড়োজাহাজে এক যাত্রীর নিকট বোমা আছে এমন খবরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি বুধবার রাত ১০ টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে। পরে উড়োজাহাজে বোমা থাকার খবরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে নিরাপত্তাকর্মীরা সেটি তল্লাশি শুরু করে।

উড়োজাহাজটিতে তল্লাশি চালায় বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে ইউনিটের এক কর্মকর্তা বিমানবন্দরের নির্বাহী পরিচালককে মোখিকভাবে ‘রিপোর্ট’ করে বলেন, ‘এখানে বোমা জাতীয় কোনও কিছু পাওয়া যায়নি।’ এসময় গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান ডিসপোজাল ইউনিটকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন